বছরটাই যেন দেওলদের

সংগৃহীত ছবি

বছরটাই যেন দেওলদের

অনলাইন প্রতিবেদক

বলিউডের প্রভাবশালী পরিবারগুলোর মধ্যে দেওল পরিবার অন্যতম। ধর্মেন্দ্র থেকে শুরু করে সানি দেওল কিংবা ববি- প্রত্যকেই যেন সময়ের পরিক্রমায় প্রভাব রেখে গেছেন হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে।

চলতি বছর পিতা পুত্রদের তিন সিনেমা বাজিমাত করেছে বক্স অফিসে। ধর্মেন্দ্র অভিনীত রকি অউর রানি কি প্রেম কাহানি হিট করেছে।

আয়ের পাশাপাশি দর্শক জরিপেও এগিয়ে করণ জোহরের সিনেমাটি। বিশ্বব্যাপী যার আয় প্রায় ৩৪৪ কোটি রুপি।

বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পায় সানি দেওলের গাদার-২ দ্য কথা কন্টিনিউস। এটি ২০০১ সালে নির্মিত গাদার এক প্রেম কথা'র দ্বিতীয় কিস্তি।

সিনেমায় সানীর সাথে পর্দা ভাগ করেছেন অমিশা প্যাটেল। অনিল শর্মার পরিচালিত এ সিনেমা বিশব্যাপী আয় করেছে ৬৯০ কোটি রুপির বেশি। যেটা অলটাইম ব্লকবাস্টারের খাতায় নাম লিখিয়েছে।

এদিকে, অ্যানিমেল সিনেমায় সহ চরিত্রের ভূমিকায় ববি দেওল। নিজেকে যেন মেলে দিয়েছেন অনন্যভাবে। সন্দীপ রেড্ডির এ সিনেমা ইতোমধ্যেই মেগা ব্লকবাস্টারের তকমা পেতে চলেছে। মুক্তির তিন দিন শেষে ৩৫৬ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।  সে হিসেবে বলাই যায় বেশ ভালো একটা বছর কাটালো দেওল পরিবার।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক