কেন্দ্রে ভোটার আসলে আওয়ামী লীগ কোনো ফ্যাক্টর না: চুন্নু

সংগৃহীত ছবি

কেন্দ্রে ভোটার আসলে আওয়ামী লীগ কোনো ফ্যাক্টর না: চুন্নু

অনলাইন ডেস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে এখনো শঙ্কায় রয়েছে জাতীয় পার্টি। তবে কেন্দ্রে ভোটার উপস্থিত হতে পারলে নির্বাচনে আওয়ামী লীগ কোনো ফ্যাক্টর হবে না বলে মনে করেন দলটির মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু।  

আজ মঙ্গলবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, নির্বাচন কমিশনের আশ্বাসে ভোটে এসেছে জাতীয় পার্টি।

কমিশনের উপর আস্থা রাখা ছাড়া বিকল্প কোনো পথ নেই বলেও মন্তব্য করেন তিনি।

চুন্নু বলেন, আসন ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের সঙ্গে কোনো পরিকল্পনা নেই।

এদিকে, জাতীয় পার্টি ২৮৮টি আসনে মনোনয়ন দাখিলের সিদ্ধান্ত নিলেও ৭ জন মনোনয়ন দাখিল করতে ব্যর্থ হয়। এছাড়া ৯ সারাদেশে ৯ জন প্রার্থীতা বাতিল করায় প্রাথর্থীর সংখ্যা এখন ২৭২।

news24bd.tv/SHS