নাসুমকে চড় মারার প্রশ্নে রেগে আগুন হাথুরু, যা বললেন গণমাধ্যমকে

সংগৃহীত ছবি

নাসুমকে চড় মারার প্রশ্নে রেগে আগুন হাথুরু, যা বললেন গণমাধ্যমকে

অনলাইন ডেস্ক

কিছুদিন আগে গণমাধ্যমে ছড়িয়ে পড়ে বিশ্বকাপ চলাকালীন সময়ে নাসুম আহমেদকে চড় মারেন বাংলাদেশ হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেই খবর ছড়ানোর পর আজই প্রথম সংবাদ সম্মেলনে এলেন তিনি। ঢাকা টেস্টের আগে দারুণ একটি সংবাদ সম্মেলন কাটিয়ে হাসিমুখেই বেরিয়ে মাঠের দিকে যাচ্ছিলেন তিনি। তবে ক্ষণিকের মধ্যেই মুখাবয়ব বদলে গেল তার।

মুখ থেকে অবিরাম ছুটতে থাকলো ‘রাবিশ’ ও ‘বুলশিট’ ধরনের শব্দগুলো।

হাথুরুসিংহের এমন চটার কারণ, নাসুমকে চড় মারার প্রশ্ন উঠতে। পেছন থেকে তাকে এই প্রশ্ন করতেই হাথুরু বলেন, ‘যারা আমাকে একটু হলেও জানে, তারা জানে যে এরকম কিছু করার মতো লোক আমি কিছুতেই নই। ’

হাথুরুসিংহের কাছে প্রশ্ন ছিল, ‘আপনি কি সত্যিই নাসুমকে চড় মেরেছিলেন?’ জবাবে ক্ষোভে ফুঁসে ওঠা হাতুরাসিংহের প্রথম জবাব ছিল, ‘আর ইউ ম্যাড?’ সেদিন তাহলে কী ঘটেছিল? এবার বাংলাদেশ দলের হেড কোচের জবাব, ‘আমি জানলেই না বলবো যে কী ঘটেছিল!’ নিউজিল্যান্ড ম্যাচের সময় উপস্থিতদের কাছ থেকে সত্যিটা জেনে নেওয়ার চ্যালেঞ্জও ছুঁড়ে দিলেন তিনি, ‘যারা সেদিন ওখানে উপস্থিত ছিল, তাদের কাছেই জিজ্ঞেস করে দেখুন না।

বুলশিট। ’ 

নাসুমকে চড় মারার বিষয়টি দেশের একটি বেসরকারি টেলিভিশন প্রথম প্রচার করে। হাথুরুসিংহে বিষয়টি জানতেই প্রতিক্রিয়ায় বলেন, ‘আপনাদের মিডিয়ার মান খুবই নিম্ন পর্যায়ের। ’ 

যদিও আপাতত বিষয়টি নিয়ে আগাতে আগ্রহী না বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান জালাল ইউনুস। তিনি বলেছেন ‘যেহেতু একটি কমিটি (বিশ্বকাপ ব্যর্থতার) তদন্ত শুরু করে দিয়েছে, তাই এখন কোনো মন্তব্য করতে চাচ্ছি না। ওরকম কিছু (চড় মারার ঘটনা) ঘটে থাকলে নিশ্চয়ই তদন্তে বেরিয়ে আসবে। ’ 

জলাল অবশ্য স্বীকার করেছেন যে বিশ্বকাপ চলাকালীন বিষয়টি কানে এসেছিল তাদের, ‘বিশ্বকাপের সময় আমরা (বোর্ড কর্মকর্তারা) যখন কলকাতায় ছিলাম, তখনই এটি শুনেছিলাম। ’ বিষয়টি কানে এলেও তা যে অকাট্য কোনো প্রমাণ সহকারে শোনেননি, এসময় সেটিও বলতে ভুললেন না জালাল, ‘যে ম্যাচের সময় ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ, এরপর বাংলাদেশ আরো দুটো ম্যাচ খেলে ফেলার পর আমরা বিষয়টি শুনি। ওটা চড় ছিল না কি ধাক্কা বা অন্য কিছু, সে বিষয়েও আমরা খুব স্পষ্ট ছিলাম না। বলতে পারেন, ভাসা-ভাসা শুনেছি। তাছাড়া ওখানে দলের সঙ্গে টিম ডিরেক্টর এবং ম্যানেজারও ছিলেন। কিছু ঘটে থাকলে তাদের জানার কথা। নিউজিল্যান্ড ম্যাচের পর আরো দুই ম্যাচ হয়ে যাওয়ার পরও কেউ (দলের) কিন্তু কোনো অভিযোগ করেনি। এখন দেখা যাক, তদন্তে কী বেরিয়ে আসে। ’

news24bd.tv/SHS