নাশকতার কারণে নির্বাচন বন্ধ থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

নাশকতার কারণে নির্বাচন বন্ধ থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির বর্বরতা থেকে দেশের মানুষ মুক্তি চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, দেশে নির্বাচনের উৎসব শুরু হয়ে গেছে। দেশের মানুষ নাশকতা চায় না।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী বলেন, একটি দল নাশকতা করার জন্য বসে আছে।

তারা নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে এসব করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৪ সালের মত এবারও বিএনপি নৃশংসতা করার চেষ্টা করছে। তাদের এসব বর্বরতা থেকে মুক্তি চায়। তাদের এসব নাশকতার কারণে নির্বাচন বন্ধ থাকবে না।

যথাসময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা বাহিনী এখন চৌকস। তারা দেশে শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধ পরিকর।

মন্ত্রী বলেন, ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে বিএনপি কি করবে সেটা আমাদের জানা নেই। আশা করবো তাদের শুভ বুদ্ধির উদয় হলে কোনো অরাজকতা করবে না। তিনি বলেন, বিএনপির একজনকেও বিনা কারণে গ্রেপ্তার করা হয়নি। নির্দিষ্ট অপরাধের প্রেক্ষিতে এবং ওয়ারেন্ট এর মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, ওসিদের বদলির জন্য দুই এক দিনের মধ্যে নির্বাচন কমিশনের চিঠির জবাবে প্রস্তাবনা পাঠানো হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা করা হবে।

তিনি বলেন, কমিশন ৬৩৬ জন ওসি বদলির তালিকা দিয়েছে। যাদের ছয়মাস হয়ে গেছে তাদের তালিকা করে পাঠানো হবে। এ অনুযায়ী বেশীরভাগ ওসিই বদলির তালিকায় পড়ে যাবে।

news24bd.tv/FA