দর্শকসংখ্যা বাড়াতে বিমান বিধ্বংস করায় ইউটিউবারের ছয় মাসের জেল

সংগৃহীত ছবি

দর্শকসংখ্যা বাড়াতে বিমান বিধ্বংস করায় ইউটিউবারের ছয় মাসের জেল

অনলাইন ডেস্ক

নিজের বানানো ভিডিওতে ভিউর সংখ্যা বৃদ্ধি করতে নিজের ব্যক্তিগত বিমানের পতন ঘটান জনপ্রিয় ইউটিউবার ট্রেভর জ্যাকব। পরবর্তীতে এ ব্যাপারে মিথ্যা তথ্যও দেন মার্কিন আদালতে। কিন্তু শেষ রক্ষা হলো না। মিথ্যা বলার অভিযোগে ছয় মাসের জেল হয়েছে তার।

৩০ বছর বয়সী জ্যাকব বিমান বিধ্বংসের ভিডিওটি আপলোড করেছিলেন ২০২১ সালের ডিসেম্বরে। হাতে সেলফি স্টিক নিয়ে নিজের বিমান থেকে প্যারাশুটের সাহায্যে লাফিয়ে পড়েন তিনি, যা দেখেছিলো লক্ষাধিক দর্শক।

আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে জ্যাকব বলেছেন তিনি ভিডিওটি একটি স্পন্সরশীপ চুক্তির উদ্দেশ্যে নির্মান করেছিলেন। পরবর্তীতে নিজের দোষ স্বীকার করে নেন তিনি।

ক্যালিফোর্নিয়ার আদালত জানিয়েছে, জ্যাকব মূলত ফলোয়ার বাড়াতে এবং আর্থিক সুবিধা আদায় করতে ভিডিওটি বানিয়েছিলেন। এধরনের কাজকে কখনোই মেনে নেয়া যায় না।

এক বিবৃতিতে নিজের সাজাপ্রাপ্তির বিষয়টিকে জ্যাকব যথার্থ বলে স্বীকার করেছেন। ভিডিওটি এখন পর্যন্ত প্রায় তিরিশ লাখ মানুষ দেখেছেন।

news24bd.tv/ab