ঘূর্ণিঝড় ‘মিগজাউম’: ২৪ ঘণ্টা পর উদ্ধার আমির খান

সংগৃহীত ছবি

ঘূর্ণিঝড় ‘মিগজাউম’: ২৪ ঘণ্টা পর উদ্ধার আমির খান

অনলাইন ডেস্ক

ঘূর্ণিঝড়ের ‘মিগজাউম’ কারণে প্রচুর বৃষ্টি। আর তারপর বন্যা। বন্যায় বিপর্যস্ত চেন্নাইসহ তামিলনাড়ুর বিভিন্ন জেলা। বৃষ্টির কারণে চেন্নাইয়ে সোমবার পাঁচজনের মৃত্যু হয়েছে।

এ অবস্থায় চেন্নাইয়ে আটকে পড়েন বলিউড অভিনেতা আমির খান। ২৪ ঘণ্টা আটকে থাকার পর আমির খানকে চেন্নাইয়ের কালপাক্কাম থেকে উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।  

বিষয়টি নিয়ে এক্সে পোস্ট দিয়েছেন দক্ষিণ ভারতীয় আরেক তারকা বিষ্ণু বৈষ্ণব। তিনিও ছিলেন আটকে পড়া সেই টিমে।

বিষ্ণু জানান, উদ্ধার অভিযানটি চালাতে হয়েছে কারাপাক্কাম এলাকায়। তিনটি নৌকায় করে তাদের নিরাপদ স্থানে আনা হয়। এতে উদ্ধারকারী দলের সঙ্গে ছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

জানা গেছে, আমির খান প্রায় ২৪ ঘণ্টারও বেশি সময় চেন্নাইয়ের দুর্যোগে আটকে পড়েছিলেন।

অভিনেতা বিষ্ণু সংবাদমাধ্যমকে জানান, তার বাড়ির সামনে হাঁটু জল জমে যায়। ঘরে কোনো বিদ্যুৎ পরিষেবা ছিল না। ঘরের ভেতর পানি ঢুকে যায়। ওয়াইফাই ও ফোন সিগন্যাল না থাকায় কারো সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না তিনি। অবশেষে ছাদে উঠে কোনোমতে ফোন থেকে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন তিনি। তবে দ্রুত উদ্ধারকারীরা তার বাড়িতে পৌঁছে উদ্ধার করেন বিষ্ণুকে।
news24bd.tv/aa