বিএনপি নেতা দুলু কারামুক্ত

বিএনপি নেতা দুলু কারামুক্ত

অনলাইন ডেস্ক

নাশকতা মামলায় অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি ছিলেন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে তিনি সেখান থেকে মুক্তি পান।

এর আগে রোববার (৩ ডিসেম্বর) রাজধানীর বাড্ডা থানার নাশকতা মামলায় দুলুকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

গত ১৭ অক্টোবর রাতে গুলশানে নিজ বাসা থেকে দুলুকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরদিন ১৮ অক্টোবর নাশকতার অভিযোগে করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়।

সেদিন জামিনের আবেদন নামঞ্জুর করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক