বগুড়ায় পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে হত্যা

আব্দুস সালাম বাবু, বগুড়া:

বগুড়া শহরের নামাজগড় এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।  

 নিহত যুবক  আরিফ হাসান (২২) বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর জহুরুল ইসলামের ছেলে।  তিনি শহরের সুলতানগঞ্জপাড়া  উটের মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতো।

এসব তথ্য নিশ্চিত করে সদর থানার উপশহর ফাঁড়ি ইনচার্জ জালাল উদ্দিন বলেন, বেশ কিছুদিন থেকে এখানে বাসা ভাড়া নিয়েছে আরিফ। নিহত আরিফের বিরুদ্ধে এক যুবককে ছুরিকাঘাত ও অপর একজনকে মারপিটের অভিযোগ রয়েছে। ছুরিকাঘাতের ঘটনায় আরিফ ইতিপূর্বে গ্রেপ্তার হয়েছিল এবং বেশকিছু দিন কারাগারে ছিল।  

পূর্ব শত্রুতার জের ধরেই এই ঘটনা বলে ধারণা করছেন পুলিশ।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, এঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ সদস্যরা কাজ শুরু করেছেন। শীঘ্রই আসামি গ্রেপ্তার হবে।

news24bd.tv/কেআই