ইপিএলে আবার রোমাঞ্চ, এবার আর্সেনালকে অবিশ্বাস্য জয় এনে দিলেন রাইস

সংগৃহীত ছবি

ইপিএলে আবার রোমাঞ্চ, এবার আর্সেনালকে অবিশ্বাস্য জয় এনে দিলেন রাইস

অনলাইন ডেস্ক

চলতি সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগের একাধিক ম্যাচ রোমাঞ্চের পসরা সাজিয়ে বসে। ম্যানচেস্টার সিটি-টটেনহাম, লিভারপুল-ফুলহাম এবং চেলসি-ব্রাইটনের ম্যাচগুলো টানটান উত্তেজনার জন্ম দিয়েছে। সেই একই পথে হাঁটল আর্সেনাল-লুটন টাউনের ম্যাচ। নামেভারে, শক্তি-সামর্থ্যে গানারদের ধারেকাছে না থাকলেও, গতকাল রাতে অতিথিদের প্রায় রুখেই দিয়েছিল লুটন।

তবে শেষ বাঁশি বাজার কয়েক মিনিট আগে ডেকলান রাইস গোল করে অবিশ্বাস্য এক জয় এনে দেন আর্সেনালকে।  

মঙ্গলবার রাতে অ্যাওয়ে ম্যাচে লুটন টাউনের বিপক্ষে ৪-৩ গোলে জিতেছে মিকেল আরতেতার দল। আর্সেনাল জয়সূচক গোলের দেখা পায় ৯৭ মিনিটে।  

কেনিলঅর্থ রোডে রুদ্ধশ্বাস এই লড়াইয়ে গোলের খাতা খোলেন আর্সেনালের ব্রাজিলিয়ান স্ট্রাইকার গাব্রিয়েল মার্টিনেল্লি।

কিন্তু ৫ মিনিট পরেই স্বাগতিকদের সমতায় ফেরান গাব্রিয়েল ওশো। আরেক গাব্রিয়েল, গাব্রিয়েল জেসুসের গোলে অবশ্য ২-১ এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্সেনাল।  

দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৯ মিনিটে এইজা আদিবায়ো গোল করে লুটনকে আবারও সমতা এনে দেন। এরপর রস বার্কলির ৫৭ মিনিটের গোলে এগিয়ে স্বাগতিকেরা। যদিও ৩ মিনিট পরই গোল করেন কাই হাভার্টজ, ম্যাচে ফেরে আর্সেনাল। এমন হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচের শেষ হাসি আর্সেনালেরই। ৯৭ মিনিটে রাইসের হেডে লুটনের জালে বল জড়ালে উল্লাসে মাতে আর্সেনাল। হতাশায় ভেঙে পড়ে লুটন।

শেষ মুহূর্তের গোলে পাওয়া জয়ে লিগ টেবিলের দুইয়ে থাকা লিভারপুলের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৫ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ৩৬। ১৫ ম্যাচে ২ জয়ে ৯ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে লুটন। কঠিন পরিস্থিতিতে জয় পেয়ে খুশি আর্সেনাল কোচ আরতেতা। আর শেষ মুহূর্তে গোল করে দলকে জেতানো রাইসের কাছে সম্মানের, বলছেন এই ইংলিশ ফুটবলার।

news24bd.tv/SHS