গাজার নুসিরাত ক্যাম্পে ইসরায়েলি হামলায় নিহত ৬

সংগৃহীত ছবি

গাজার নুসিরাত ক্যাম্পে ইসরায়েলি হামলায় নিহত ৬

অনলাইন ডেস্ক

গাজা উপত্যকার নুসিরাত উদ্বাস্তু শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় ছয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। সংবাদ মাধ্যমটির প্রচারিত একটি ভিডিওতে একটি ধ্বসে পড়া ভবনের ভেতরে উদ্ধারকাজ চলতে দেখা যায়।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা বিষয়টি নিশ্চিত করেছে। আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তুপের নিচে অনেক মানুষ চাপা পড়ে থাকতে পারে।

এছাড়াও গাজার খান ইউনিস, তুফা, আল দারাজ, সুজাইয়া, ফুখারি, খুজা এবং জাবালিয়া উদ্বাস্তু শিবিরেও ইসরায়েলি হামলায় হতাহতের খবর দিয়েছে ওয়াফা বার্তা সংস্থা। প্যালেস্টাইন রেড ক্রিসেন্টের বরাত দিয়ে ওয়াফা বার্তা সংস্থা জানায়, তাম্মুন শহরে অবস্থিত আল ফারা উদ্বাস্তু শিবিরে ইসরায়েলের হামলায় দুইজন ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছেন। মৃতরা হচ্ছেন ১৮ বছর বয়সী ও আল ফারা ক্যাম্পের অধিবাসী মোয়াজ ইবরাহিম জাহরান এবং ১৬ বছর বয়সী ও তাম্মুনের অধিবাসী আব্দুল রহমান ইমাদ বানি ওদেহ।

আল জাজিরা এরাবিক কর্তৃক এক্সে প্রকাশিত একটি ভিডিওতে ভারী গোলাগুলি ও বোমাবর্ষণের মধ্যে ইসরায়েলি বাহিনীর সাঁজোয়া যানকে আল ফারা উদ্বাস্তু শিবিরের পাশ দিয়ে টহল দিতে দেখা যায়।

news24bd.tv/ab