বাংলাদেশে সেন্সর ছাড়পত্র পেল ‘অ্যানিমেল’ 

সংগৃহীত ছবি

বাংলাদেশে সেন্সর ছাড়পত্র পেল ‘অ্যানিমেল’ 

অনলাইন ডেস্ক

বলিউড অভিনেতা রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমাটি ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির আগে থেকেই চর্চায় ছিল 'অ্যানিমেল'। প্রথম দিনেই ৬০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে সিনেমাটি। এবার বাংলাদেশে মুক্তির জন্য বিনা কর্তনে ছাড়পত্র পেল বলিউডের ‘অ্যানিমেল’ সিনেমাটি।

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছে আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মস।

তারা জানায়, তাদের জমা দেওয়া ছবিটির কোনো অংশ বাদ দিতে বলেনি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। ফলে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে বাধা নেই। ফলে আগামীকাল ৭ ডিসেম্বর থেকে দেশের সিনেমা হলে চলবে ‘অ্যানিমেল’।

প্রথমদিন দেশের ১৮টি প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি। পরদিন শুক্রবার থেকে প্রদর্শিত হবে ৪৮টি প্রেক্ষাগৃহে।

তবে আমদানিকারক প্রতিষ্ঠানটি বলিউডের আসল সংস্করণটি জমা দেয়নি। তারা ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত বা আরব দেশের সংস্করণটি পাঠিয়েছিল। যার ফলে বাংলাদেশের দর্শকরা আন্তর্জাতিক ভার্সনের চেয়ে প্রায় ৩০ মিনিট কম দেখতে পাবে সিনেমাটি।

কিবরিয়া ফিল্মসের কর্ণধার গোলাম মোহাম্মদ কিবরিয়া লিপু জানান, মুসলিম বা আরব দেশে যে সংস্করণটি মুক্তি পায় সেটিই সেন্সরের জন্য বোর্ডে জমা দেওয়া হয়েছিল। আমরা বাংলাদেশের সেন্সর আইন ও সিনেমার হলের কথা বিবেচনায় নিয়ে আলাদা ভার্সন মুক্তি দিচ্ছি।

ভারতীয় সেন্সর বোর্ড থেকে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমাটি ‘এ’ ক্যাটাগরির সার্টিফিকেট পেয়েছিল। এতে অতিরিক্ত পরিমাণে নৃশংস দৃশ্য ও যৌনতা থাকায় এমন সার্টিফিকেট দিয়েছে বোর্ড।

‘অ্যানিমেল’ ভারতীয় সেন্সর বোর্ডের তথ্য অনুযায়ী রান টাইম ৩ ঘণ্টা ২১ মিনিট ২৩ সেকেন্ড। অন্যদিকে বাংলাদেশে সেন্সরে জমা দেওয়া কপিতে রান টাইম ২ ঘণ্টা ৫৫ মিনিটের মতো।

এদিকে সাফটা চুক্তির আওতায় সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে। ‘অ্যানিমেল’-এর বিপরীতে বাংলাদেশ থেকে যাচ্ছে ওয়ালিদ আহমেদ পরিচালিত ‘মেঘের কপাট’।

‘অ্যানিমেল’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। তাঁর বাবার ভূমিকায় রয়েছেন অনিল কাপুর। স্ত্রীর ভূমিকায় রাশ্মিকা মান্দানা। খলনায়ক হিসেবে অভিনয় করেছেন ববি দেওল। অভিনয়ে আরও আছেন অনিল কাপুর, ববি দেওল প্রমুখ।

news24bd.tv/TR 

সম্পর্কিত খবর