৮ উইকেট হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ 

সংগৃহীত ছবি

৮ উইকেট হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ 

অনলাইন ডেস্ক

ঢাকা টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে ৪ উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় সেশনেও অব্যাহত থাকল সেই ধারা। নিউজিল্যান্ডের বিপক্ষে এই সেশনেও ৪ উইকেট হারিয়েছে টাইগাররা। ফলে টেস্ট শুরুর দুই সেশনেই ৮ উইকেট খুইয়ে ফেলেছে টাইগাররা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত, ৮ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে ১৪৯ রান তুলে চা বিরতিতে গেছে বাংলাদেশ। উইকেটে আছেন নাঈম হাসান এবং তাইজুল ইসলাম।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ টসে জিতে আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙে ২৯ রানে। স্কোরবোর্ডে আর কোনো রান যোগ না হতে ফেরেন জয়ও।

১১তম ওভারে কিউইদের একাদশে ঢোকা স্যান্টনারের বলে ডাউন দ্য উইকেটে এসে বড় শট খেলতে গিয়ে মিড-অনে কেন উইলিয়ামসনকে ক্যাচ দিয়ে ফেরেন। ৮ রান আসে তার ব্যাট থেকে।

পরের ওভারে এজাজ ফিরিয়ে দেন জয়কে। ব্লক করতে গিয়ে বল তার ব্যাটে লেগে চলে যায় শর্ট লেগে থাকা টম লাথামের হাতে। ক্যাচ লুফে নিতে কোনো ভুল করেননি লাথাম। জয়ের ব্যাট থেকে আসে ১৪ রান।

দ্রুত দুই ওপেনারকে হারানোর পর দায়িত্ব নিয়ে খেলতে পারেননি মুমিনুল হক এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। দুজনেই উইকেট বিলিয়ে আসেন। মাত্র ৫ রান করেই ফেরেন মুমিনুল। এজাজ প্যাটেলের ফ্লাইটেড বল কাভারে কাট করতে গিয়ে উইকেটের পেছনে টম ব্লান্ডেলকে ক্যাচ দেন তিনি।

সিলেটে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করা শান্ত আজ থেমেছেন এক অঙ্কের ঘরেই। রিভার্স সুইপে একবার স্যান্টনারকে বাউন্ডারি মারার পর পরের বলেই একই শট খেলতে গিয়ে এলবিডব্লুউ হন তিনি। আম্পায়ার কিউইদের আবেদনে সাড়া না দিলে রিভিউ নিয়ে সফল হয় তারা। ফলে ৯ রানেই থামে শান্তর ইনিংস।

মাত্র ৪৭ রানে ৪ উইকেট হারানোর পর সাহাদাত হোসেন দীপুকে নিয়ে লড়াই করছিলেন মুশফিক। গড়েন লড়াকু একটা জুটিও। তবে লাঞ্চের পর হুট করেই শিশুসুলভ ভুল করে বসেন মুশফিক। হাত দিয়ে বল ধরে প্রথম বাংলাদেশি হিসেবে 'অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড' নিয়মে আউট হন।

কাইল জেমিসনের ব্যাক অব দ্য লেংথের বল রক্ষণাত্মক ভঙ্গীতে খেলেন মুশি। এরপর সেই বলের গতিপথ পাল্টে দিতে হাত দিয়ে ধরতে যান। বল স্ট্যাম্পে আঘাত করবে ভেবেই এই কাজ করেন মুশফিক। তবে পরে রিপ্লেতে দেখা যাক বল অফ-স্ট্যাম্পের ধারেকাছেও ছিল না। তবে ভুল ততক্ষণে যা হওয়ার হয়েই গেছে। টিভি রিপ্লে দেখে আম্পায়ার আউট ঘোষণা করলে মাথা নিচু করে হতাশায় মাঠ ছাড়েন মুশফিক। ৩৫ রানে থামে তার ইনিংস।

এরপর একে একে বিদায় নেন সাহাদাত দীপু, নুরুল হাসান সোহান এবং মেহেদী হাসান মিরাজ। ৩১ রান করে গ্লেন ফিলিপসের শিকার হন দীপু। পরে ৭ রান করা সোহানকেও ফেরান এই ফিলিপস। বাকিদের ব্যর্থতায় মেহেদী মিরাজও আজ তেমন লড়াই চালিয়ে যেতে পারেননি। ২০ রান করে বিদায় ঘণ্টা বাজে তার। স্যান্টনারের তৃতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি।

news24bd.tv/SHS