কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার ৫৩ হাজার কোটি টাকা

কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার ৫৩ হাজার কোটি টাকা

অনলাইন ডেস্ক

কেন্দ্রীয় ব্যাংক ও আন্তঃব্যাংক থেকে ব্যাংকগুলোর ধারের পরিমাণ দাঁড়িয়েছে ৬৭ হাজার ৮০ কোটি টাকা। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকেই ধার ৫৩ হাজার ১৯৪ কোটি টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, কয়েকটি ব্যাংকের কারণে পুরো ব্যাংক খাতের এ অবস্থা তৈরি হয়েছে। বিভিন্ন কারণে ঋণ চাহিদা বাড়লে তারল্য সংকটে পড়ে ব্যাংক খাত।

জানা গেছে, অনেকে ব্যাংকে টাকা না রেখে ডলার কিনে ঘরে রাখছেন। মানুষের সঞ্চয় ক্ষমতাও কমেছে। আবার দীর্ঘদিন চলমান ডলার সংকট মেটাতে গিয়ে রিজার্ভ থেকে বিক্রি অব্যাহত আছে।

চলতি অর্থবছরে এখন পর্যন্ত বিভিন্ন ব্যাংকের কাছে ৫৯০ কোটি ডলার বিক্রির বিপরীতে উঠে এসেছে প্রায় ৬৫ হাজার কোটি টাকা।

পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলে সরকারকে সরাসরি কেন্দ্রীয় ব্যাংক ঋণ দেওয়া বন্ধ রেখেছে। অথচ বাণিজ্যিক ব্যাংককে এভাবে ধার দেওয়ার প্রভাব মূল্যস্ফীতিতে একই।

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে প্রতিটি ব্যাংকের একটি চলতি হিসাব রয়েছে। এ হিসাবের বিপরীতে ব্যাংকগুলো বিধিবদ্ধ নগদ জমা (সিআরআর) সংরক্ষণ এবং এক ব্যাংক থেকে আরেক ব্যাংকের চেক ক্লিয়ারিংসহ বিভিন্ন পরিশোধ নিষ্পত্তি করে।