ফেরদৌসের বার্ষিক আয় ৫০ লাখ, নেই কোনো ঋণ

সংগৃহীত ছবি

ফেরদৌসের বার্ষিক আয় ৫০ লাখ, নেই কোনো ঋণ

অনলাইন ডেস্ক

জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। দীর্ঘ সময় ধরে রাজনীতিতে সম্পৃক্ত এই অভিনেতা। এবার ঢাকা-১০ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন তিনি। এরই মধ্যে হলফনামা জমা দিয়েছেন ফেরদৌস।

হলফনামায় উল্লেখ করা করা হয়, ফেরদৌসের বার্ষিক আয় ৫০ লাখ ৪৬ হাজার ৪৯৭ টাকা। এবং তার কোনো ব্যাংক ঋণ নেই।

হলফনামা থেকে জানা গেছে, নায়ক ফেরদৌসের নগদ টাকার পরিমাণ ৩১ লাখ ২৮ হাজার ৬৫৮ টাকা। ব্যাংকে রয়েছে ৩১ লাখ ৫৭ হাজার ৯৯৭ টাকা, বিভিন্ন কোম্পানিতে শেয়ার রয়েছে ১১ লাখ ২৫ হাজার টাকার।

এছাড়া স্থায়ী আমানতের বিপরীতে বিনিয়োগ ১ কোটি ৯ লাখ ৩২ হাজার ২৯৬ টাকা। ২০ লাখ টাকা মূল্যের ব্যক্তিগত গাড়িও রয়েছে তার। ব্যবসায় পুঁজি রয়েছে ১০ লাখ ৫৫ হাজার ৩১০ টাকা। তার স্থাবর সম্পত্তির পরিমাণ ৩৪ লাখ ২৭ হাজার ২৫০ টাকা।

গত ২৯ নভেম্বর হলফনামা জমা দেন ফেরদৌস। তিনি এবার প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন।  

news24bd.tv/TR   
 

এই রকম আরও টপিক