যশোরে আগ্নে-অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যসহ ৪ চরমপন্থী আটক

যশোরে আগ্নে-অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যসহ ৪ চরমপন্থী আটক

যশোর প্রতিনিধি:

যশোরের মনিরামপুরে একটি ওয়ান সুটারগান, একটি তাজা বোমাও প্রায় ২ কেজি বিস্ফোরক দ্রব্যসহ ৪ চরমপন্থী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (৫ই ডিসেম্বর) গভীর রাতে জেলার মনিরামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- অভয়নগর উপজেলার ডহর মসিহাটি গ্রামের অখিল বিশ্বাসের ছেলে অমিতাভ বিশ্বাস (২৩), মনিরামপুর উপজেলার মহিষদিয়া গ্রামের প্রবীর মণ্ডলের ছেলে প্রতাব মণ্ডল (২১), একই উপজেলার নেহালপুর গ্রামের মশিয়ার গাজীর ছেলে জাহিদ হাসান (৩৬)ও মনিরামপুর উপজেলার মহিষদিয়া গ্রামের সুনীল ধরের ছেলে প্রান্ত ধর (১৯)।

বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বিষয়টি নিশ্চিত করেন।

এ সময়  যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার বলেন, গেপ্তারকৃত চার জন কথিত চরমপন্থী সংগঠনের সদস্য।  

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মনিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গ্রেপ্তারকৃত অমিতাভ বিশ্বাসের বিরুদ্ধে সুন্দলী ইউনিয়ন মেম্বার উত্তম হত্যা মামলাসহ ২টি অস্ত্র মামলা রয়েছে।  

এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান সুটারগান, একটি তাজা বোমাও প্রায় ২ কেজি বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়।

পরে তাদের বিরুদ্ধে আরেকটা মামলা দিয়ে বুধবার দুপুরে তাদের আদালত হস্তান্তর করা হয়েছে।

news24bd.tv/কেআই