সিঙ্গাপুরে বাংলদেশের প্রতিনিধিত্ব করলো এভারেস্ট ফার্মাসিউটিক্যালস 

সংগৃহীত ছবি

ইউরোপিয়ান সোসাইটি অফ মেডিকেল অনকোলজি -২৩ কংগ্রেসে

সিঙ্গাপুরে বাংলদেশের প্রতিনিধিত্ব করলো এভারেস্ট ফার্মাসিউটিক্যালস 

অনলাইন ডেস্ক

প্রতি বছরের ন্যায় সিঙ্গাপুর সানটেক কনভেনশন সেন্টারে সম্প্রতি অনুষ্ঠিত হল তিনদিন ব্যাপী ইউরোপিয়ান সোসাইটি অফ মেডিকেল অনকোলজি, এশিয়া প্যাসিফিক রিজিয়নের কংগ্রেস। এই কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

এভারেস্ট বাংলাদেশে এবং সারা বিশ্বে ক্যান্সার রোগীদের ক্যান্সার চিকিৎসা সুলভ এবং সাশ্রয়ী করতে ওরাল টার্গেটেড থেরাপির লিডিং জেনেরিকস্ এর প্রবর্তন করেছে। বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশ থেকে প্রায় ৫৩ জন মেডিকেল এবং ক্লিনিক্যাল অনকোলজিস্ট এই কংগ্রেসে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

কংগ্রেসে বিভিন্ন ক্যান্সারের আধুনিক চিকিৎসা, গাইডলাইন সমূহ এবং কেইস স্টাডি আলোকপাত করা হয়।  

উল্লেখ্য, বিভিন্ন ধরণের ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত অত্যাধুনিক ওরাল টার্গেটেড থেরাপীসমূহ বর্তমানে বাংলাদেশে উৎপাদন ও সুলভে বাজারজাতকরণের মাধ্যমে এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশ ছাড়াও বিশ্বেব্যাপী ক্যান্সার চিকিৎসায় এক যুগান্তকারী অবদান রাখতে সক্ষম হয়েছে।
news24bd.tv/aa