জ্যাকেটের পকেটে দেড় কোটি মূল্যের স্বর্ণ, যুবক আটক

জ্যাকেটের পকেটে দেড় কোটি মূল্যের স্বর্ণ, যুবক আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর এলাকা থেকে এক কেজি ৬৩৫ গ্রাম ওজনের স্বর্ণের গহনাসহ আবু সাঈদ (৪২) নামের এক পাচারকারীকে আটক করেছে ডিবি।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পাচারকারীকে আটক করা হয়। আটক স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি ৫৪ লাখ টাকা বলে দাবী করেছে ডিবি।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নাজিম উদ্দিন আল-আজাদ বলেন, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পৌর এলাকার পরাণপুর-লোকনাথপুর সড়কে অভিযান চালায় ডিবি পুলিশ।

এসময় এক ব্যক্তি মোটরসাইকেলযোগে সীমান্ত এলাকা দর্শনা থেকে পরাণপুর-লোকনাথপুর সড়ক হয়ে চুয়াডাঙ্গার দিকে যাওয়ার সময় তার গতিরোধের চেষ্টা করে ডিবি পুলিশ। এসময় কৌশলে পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা তাকে আটক করে। এরপর আবু সাঈদের দেহতল্লাশী করে তার পরনের জ্যাকেটের পকেট থেকে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৬টি প্যাকেট পাওয়া যায়। ওই প্যাকেট গুলো খুললে সেখান থেকে অবৈধ স্বর্ণের গয়নার সন্ধান মেলে।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া এক কেজি ৬৩৫ গ্রাম ওজনের স্বর্ণের গয়নার আনুমানিক মূল্য এক কোটি ৫৪ লাখ টাকা।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক