বাংলাদেশ-ভারত সম্পর্ক অটুট রয়েছে: প্রণয় ভার্মা 

সংগৃহীত ছবি

বাংলাদেশ-ভারত সম্পর্ক অটুট রয়েছে: প্রণয় ভার্মা 

অনলাইন ডেস্ক

মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন ছবি দিয়ে স্থায়ী এক্সিবিশন সেন্টার চালু করলো ভারতীয় হাই কমিশন। বুধবার (৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ইন্ডিয়ান কালচারাল সেন্টারে এই প্রদর্শনীর আয়োজন করে তারা। ভারত-বাংলাদেশ মৈত্রী দিবস উপলক্ষে এই উদ্যোগ নিয়েছে ইন্ডিয়ান হাই কমিশন।  

মৈত্রী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেন, ১৯৭১ সাল থেকে এখনো অটুট রয়েছে দুই দেশের সম্পর্ক।

কূটনৈতিক, বাণিজ্যিকসহ অসংখ্য চুক্তি হয়েছে দু’দেশের মধ্যে।  

তিনি বলেন, এই এক্সিবিশন সেন্টারের  মধ্য দিয়ে নতুন প্রজন্ম বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে যেমন জানবে তেমনি দুই দেশের বন্ধুত্ব সম্পর্কেও জানবে।

এ সময় অনুষ্ঠানে অংশ নেন, কূটনৈতিক, রাজনৈতিক, সাংবাদিকসহ চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পীরা। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা

news24bd.tv/আইএএ