মেলেনি সমাবেশের অনুমতি, ১০ ডিসেম্বর ঘরোয়া আলোচনা করবে আ.লীগ

সংগৃহীত ছবি

মেলেনি সমাবেশের অনুমতি, ১০ ডিসেম্বর ঘরোয়া আলোচনা করবে আ.লীগ

অনলাইন ডেস্ক

সমাবেশের অনুমতি না মেলায় আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকায় ঘরোয়া আলোচনা সভা করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। রাজধানীর শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (৬ ডিসেম্বর)  এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ।

এর আগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ১০ ডিসেম্বর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সমাবেশের করার আবেদন করে দলটি। তবে নির্বাচন কমিশন সমাবেশ করার অনুমতি দেয়নি।

অপরদিকে আগামী ১০ ডিসেম্বর ঢাকাসহ সারা দেশের জেলা ও মহানগরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এই কর্মসূচিতে আদৌ অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এ বিষয়ে দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন বলেন, বিএনপির মানববন্ধনের অনুমতির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে ডিএমপি কমিশনার ইসির সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবেন।

news24bd.tv/aa