মহাখালীতে পেট্রোল পাম্পে আগুনে দগ্ধ ৮ জন হাসপাতালে

সংগৃহীত ছবি

মহাখালীতে পেট্রোল পাম্পে আগুনে দগ্ধ ৮ জন হাসপাতালে

অনলাইন ডেস্ক

রাজধানীর মহাখালীতে রয়েল ফিলিং স্টেশনের একটি সিলিন্ডারে আগুনের ঘটনায় দগ্ধ ৮ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে।   

শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) দুলাল হোসেন সংবাদ মাধ্যমকে জানান, দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে রয়েল ফিলিং স্টেশনের একটি কক্ষে থাকা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে।

এতে অফিস কক্ষে আগুন লেগে যায়।

তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, সিলিন্ডারে ত্রুটি থাকায় এ ঘটনা ঘটেছে। এতে নাশকতার কোনো প্রমাণ মেলেনি।

ফায়ার সার্ভিস জানায়, বুধবার (৬ ডিসেম্বর) রাত ৮টা ৮ মিনিটে তারা আগুন লাগার খবর পায়।

পরে সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নেভায়। রাত ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।  

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক