নির্বাচন পর্যবেক্ষণে নিবন্ধন পেল ৯৬ দেশি সংস্থা

সংগৃহীত ছবি

নির্বাচন পর্যবেক্ষণে নিবন্ধন পেল ৯৬ দেশি সংস্থা

অনলাইন ডেস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে মোট ৯৬টি দেশি সংস্থাকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ নিয়ে দুই ধাপের নিবন্ধন দেয়া হলো সংস্থাগুলোকে।

বুধবার (৬ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক সাংবাদিকদের জানান, সম্প্রতি প্রথম দফায় ৬৭টি সংস্থাকে নিবন্ধন দিয়েছিল ইসি। আর দ্বিতীয় ধাপে দেওয়া হলো ২৯টি সংস্থাকে।

সংস্থাগুলো যেদিন নিবন্ধন পেয়ে থাকে মেয়াদ হয় তার পরবর্তী পাঁচ বছর। অর্থাৎ ২০২৮ সালের নভেম্বর-ডিসেম্বরে ৯৬টি সংস্থার মেয়াদ শেষ হবে।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে ভোট পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষক নিবন্ধন দিচ্ছে ইসি। সে সময় ১৩৮টি সংস্থা নিবন্ধন পেয়েছিল।

সর্বশেষ ২০১৮ সালে ১১৮টি সংস্থাকে নিবন্ধন দিয়েছিল ইসি।

news24bd.tv/FA