বাংলাদেশের আম-আনার নিতে চায় আর্জেন্টিনা

ফাইল ছবি

কৃষিক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার সমঝোতা স্বাক্ষর

বাংলাদেশের আম-আনার নিতে চায় আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে কৃষিক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে সচিবালয়ে কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক এবং আর্জেন্টিনার অর্থমন্ত্রী সার্জিও তমাস মাস'র মধ্যে এমইউটি স্বাক্ষর হয়।

এসময় কৃষিমন্ত্রী বলেন, আর্জেন্টিনা থেকে এখন গম, তেল এবং পোল্ট্রি পণ্য আমদানি করে বাংলাদেশ। এই সমঝোতা স্বাক্ষরের ফলে আর্জেন্টিনা থেকে বাংলাদেশের চাহিদা অনুযায়ী এসব পণ্যসহ অন্যান্য কৃষিপণ্যও আমদানি করা যাবে এবং দামও কমে পাওয়া যাবে।

সচিবালয়ে এক ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী আরও জানান, বাংলাদেশ থেকে আম, আনারসসহ অন্যান্য ফল রপ্তানি করতে চায় আর্জেন্টিনায়। কৃষি গবেষণা ক্ষেত্রে আর্জেন্টিনার সাথে অভিজ্ঞতা বিনিময় করবে বাংলাদেশ।

সমঝোতা স্বাক্ষর বৈঠক শেষে আর্জেন্টিনার অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের সাথে কৃষি পণ্য বিনিময় করতে চায় আর্জেন্টিনা। এই সাইনিং এর ফলে দুই দেশের কৃষি সম্পর্ক আরও মজবুত হলো।

news24bd.tv/FA