রাজশাহীতে ১০ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি

রাজশাহীতে ১০ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে গতকাল বিকেল ৫টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ১০.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল বিকাল পর্যন্ত বৃষ্টি থাকতে পারে।

আবহাওয়ার খবরে বলা হয়, বুধবার বিকেল থেকে আজ সকাল ৯টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

মেঘ কেটে আকাশ পরিষ্কার হলে তাপমাত্রা কমে আরও কমে শীত পড়বে।

শীতের মধ্যে অব্যাহত বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। ভোগান্তিতে আছেন পথচারীরাও।

বৃষ্টির সাথে শীতের তীব্রতা বাড়ায় বিক্রি বেড়েছে শীতের কাপড়ের দোকানে।

বিক্রেতারা জানান, গত কয়েকদিন থেকে শীতের তীব্রতা বাড়ার কারণে বিক্রি বেড়েছে। গতকাল থেকে বৃষ্টি হওয়ায় বিক্রির হার আরও বাড়বে।

news24bd.tv/FA