ভোটের মাঠে আওয়ামী লীগের সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা চায় জাপা

ফাইল ছবি

ভোটের মাঠে আওয়ামী লীগের সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা চায় জাপা

নিজস্ব প্রতিবেদক

আসন ভাগাভাগি নিয়ে কোনো আলোচনা হয়নি, শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগের সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মজিবুল হক চুন্নু।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, জাতীয় পার্টি চায় আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির তুমুল প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হবে। ক্ষমতাসীনদের কোনো প্রার্থী যেনো ভয়ভীতি দেখাতে না পারে সেজন্য আওয়ামী লীগের কাছে নিশ্চয়তা চাওয়া হয়েছে।

ভোটের মাঠে আওয়ামী লীগের ভোটব্যাংকের চেয়ে এন্টি আওয়ামী লীগের ভোট বেশি উল্লেখ করে জাপা মহাসচিব বলেন, ভোটারদের আস্থা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ।

ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে যেতে পারলে হলে বিপুল আসনে জয়লাভ করবে জাতীয় পার্টি।

তিনি জানান, জাতীয় পার্টির মনোনয়ন বৈধ হয়েছে ২৭২ জনের। আরও ৯ প্রার্থীর আপিল নিষ্পত্তির অপেক্ষায় আছে।

news24bd.tv/FA