যবিপ্রবিতে ১৭ চাকরি পরীক্ষার্থীকে আটকে রাখার অভিযোগ 

যবিপ্রবিতে ১৭ চাকরি পরীক্ষার্থীকে আটকে রাখার অভিযোগ 

অনলাইন ডেস্ক

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) লিফট অপারেটরের নিয়োগ পরীক্ষা দিতে এসে প্রায় ১৭ জন চাকরি প্রার্থীকে আটকে রাখার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি পরীক্ষা দিতে আসার সময় সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাদের ধরে নিয়ে শহীদ মসিয়ুর রহমান হলে অটকে রাখা হয়।  

তারা জানায়, বিষয়টি জানাজানি হলে প্রায় ৬ ঘণ্টা পর বিকালে তাদের বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন স্থানে ছেড়ে দেওয়া হয়।  

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোডের মাধ্যমে তদন্ত কমিটি গঠন করে অভিযুক্তদের আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দেওয়া হবে।

 

তবে অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা জানান, তাদের আটকের বিষয়ে তিনি জানেন না। কে বা কারা এ কাজ করেছে সেটাও তিনি জানেন না।  

news24bd.tv/আইএএম

সম্পর্কিত খবর