রাজধানীতে ক্রেনের আঘাতে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় তদন্ত কমিটি

সংগৃহীত ছবি

রাজধানীতে ক্রেনের আঘাতে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় তদন্ত কমিটি

অনলাইন ডেস্ক

রাজধানীর তেজগাঁও রেল স্টেশন থেকে ঢাকা রেলওয়ে স্টেশনে আসার পথে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে তিতাস কম্পিউটার ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  আগামী তিন কর্মদিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। রেলের ঢাকা বিভাগের ব্যবস্থাপক শফিকুর রহমান এ তথ্য জানান।  

এদিকে প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর রাজধানী ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

রাত পৌনে ১০টা নাগাদ ট্রেন চলাচল শুরু হয়।  

এর আগে, রাজধানীর তেজগাঁও রেল স্টেশন থেকে ঢাকা রেলওয়ে স্টেশনে আসার পথে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে লাইনচ্যুত হয় তিতাস কম্পিউটার ট্রেন। এতে বিকেল ৫টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকে।

ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, তিতাস কম্পিউটার ট্রেন তেজগাঁও স্টেশন ছেড়ে আসার পর দুর্ঘটনার শিকার হয়।

এতে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাত পৌনে ১০টা নাগাদ উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, দুর্ঘটনার পর থেকে ঢাকা স্টেশনের আসা-যাওয়ার সর্বমোট ১৮টি ট্রেন শিডিউল বিপর্যয়ে পড়েছে। এতে করে উদ্ধার কাজ শেষে লাইন স্বাভাবিক হলেও ট্রেনগুলো ছেড়ে যেতে অনেক সময় লাগতে পারে। ইতোমধ্যে চিলাহাটি এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে।

news24bd.tv/আইএএম