শিডিউল বিপর্যয়ে ২০টি ট্রেন

সংগৃহীত ছবি

শিডিউল বিপর্যয়ে ২০টি ট্রেন

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার বিকেলে তেজগাঁও রেল স্টেশন এলাকায় এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হওয়ার পর ১৬ ঘণ্টা অতিবাহিত হলেও এখনো কাটেনি ট্রেনের শিডিউল বিপর্যয়। ঘটনার পর থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত রাজধানীর সঙ্গে দেশের সব স্থানের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনাকবলিত বগিটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হতে থাকে।  

এ সময় অন্তত ২০টি ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটে।

তবে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত বিভিন্ন ট্রেন ছেড়ে গেলেও এখনো দুটি ট্রেনের শিডিউল বিপর্যয় রয়েছে।  

ফলে কমলাপুর প্ল্যাটফর্মে সকাল থেকেই যাত্রীদের ভিড় দেখা যায়। স্টেশন মাস্টার জানান, দ্রুত সময়ের মধ্যেই স্বাভাবিক হবে রেল চলাচল।  
 
উল্লেখ্য, রাজধানীর তেজগাঁও রেল স্টেশন থেকে ঢাকা রেলওয়ে স্টেশনে আসার পথে বৃহস্পতিবার বিকেল ৫টায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে লাইনচ্যুত হয় তিতাস কম্পিউটার ট্রেন।

এতে বিকেল ৫টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর বগি উদ্ধার হলে রাত পৌনে ১০টা নাগাদ ট্রেন চলাচল শুরু হয়।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক