কিছুটা বাড়তি সবজির দাম

সংগৃহীত ছবি

কিছুটা বাড়তি সবজির দাম

অনলাইন ডেস্ক

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পড়েছে বৃষ্টির প্রভাব। ফলে রাজধানীর বাজারগুলোতে অধিকাংশ সবজির দাম ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। মরিচ ও পেঁয়াজের ঝাঁজও বেশ। নতুন করে তেলের দাম ছয় থেকে আট টাকা পর্যন্ত বেড়ে ভোগান্তি বাড়িয়েছে ক্রেতাদের।

তবে গরুর মাংসের দাম নিম্নমুখী প্রবণতায় কিছুটা স্বস্তিতে সাধারণ মানুষ।  

রাজধানীর বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে বেগুন, পটল, শসাসহ অধিকাংশ সবজির দাম ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। মরিচের দাম দুই দিনে কেজিতে ৪০ টাকা পর্যন্ত বাড়তি।

আমদানিসহ সরকারের নানা পদক্ষপের পরও পেঁয়াজের ঝাঁজ বেড়েই চলেছে।

খুচরা পর্যায়ে কেজি এখন ১৫০ থেকে ১৬০ টাকা। আলুর দামও ৫০ টাকার ওপরে।

নিত্যপণ্যের বাজারে তেলের দাম ৬ টাকা পর্যন্ত বেড়েছে। বাড়তি দামে বিক্রি হচ্ছে চিনি, ডাল, ময়দাসহ বেশ কিছু পণ্য। চালের বাজারও যাথারীতি ঊর্ধ্বমুখী।  

বাজারে গরুর মাংস ৬৫০ টাকা করে কেজিতে বিক্রি হচ্ছে। দীর্ঘ সময় পরে নিম্নমুখী প্রবণতায় কিছুটা স্বস্তি পাচ্ছে ক্রেতা। তবে, ছাগল মাংস, মুরগির ও মাছের বাজারে খুব একটা পরিবর্তন আসেনি।
news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক