‘যখনই বাংলাদেশ এগিয়ে যেতে চেয়েছে মার্কিনরা বাধা দিয়েছে’ 

সংগৃহীত ছবি

‘যখনই বাংলাদেশ এগিয়ে যেতে চেয়েছে মার্কিনরা বাধা দিয়েছে’ 

অনলাইন ডেস্ক

১৯৭১ সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশ যখনই এগিয়ে যেতে চেয়েছে তখনই মার্কিনরা বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা ভুলে গেছে লাল সবুজের পতাকায় হাত দিলে দেশের মানুষ ক্ষমা করে না। উন্নয়ন ও নির্বাচন শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মশিউর রহমান। এ সময় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করার আহ্বান জানান দেশের বিশিষ্ট শিক্ষকরা।

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় প্রেসক্লাবে উন্নয়ন ও নির্বাচন শীর্ষক আলোচনা সভায় যোগ দেন দেশের বিশিষ্ট শিক্ষকরা। শুরুতেই বর্তমান সরকারের মেয়াদে বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শাহাদাত হোসেন। তিনি বলেন, এ সময়ের উন্নয়ন বিগত সব সরকারকে ছাড়িয়ে গিয়েছে।  

আর এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকারকে আবারও নির্বাচিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন অন্যান্য শিক্ষকরা৷ 

এ সময় দেশের মানুষই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে মন্তব্য করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মশিউর রহমান বলেন, মার্কিনরা বার বার আমাদের অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়িয়েছে।

 

বক্তারা সব দলকে নির্বাচনে যাওয়ার পাশাপাশি সবাইকে উন্নয়নের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।  

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক