আলোকস্বল্পতায় বন্ধ খেলা, ২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

সংগৃহীত ছবি

আলোকস্বল্পতায় বন্ধ খেলা, ২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

আলোকস্বল্পতায় বন্ধ রয়েছে ঢাকা টেস্ট। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে খেলা ফের বন্ধ হওয়ার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে চাপেই পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৩৮ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে টাইগাররা।

বৃষ্টির কারণে গতকাল দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত হওয়ার পর আজ তৃতীয় দিনের খেলাও শুরু হয় দেরিতে।

বেলা ১২টায় খেলা ফের মাঠে গড়ানোর পর ২ ঘণ্টাও উইকেটে থাকতে পারেনি নিউজিল্যান্ড। ৫৫ রান নিয়ে খেলা শুরু করা নিউজিল্যান্ড স্কোরবোর্ডে আরও ১২৫ রান যোগ করে হারায় নিজেদের শেষ ৫ উইকেট। ১৮০ রানেই থামে সফরকারীদের রানের চাকা।

প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট হওয়া বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের শুরুটা হয় বেশ বাজে।

প্রথম ওভারেই দলীয় ৩ রানেই ফিরে যান ওপেনার মাহমুদুল হাসান জয় (২)। এজাজ প্যাটেলের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর জাকির হাসানকে নিয়ে নাজমুল হোসেন শান্ত ভালো কিছুর ইঙ্গিত দিলেও, জুটিটা বড় করতে দেননি টিম সাউদি। কিউই অধিনায়ক ফিরিয়ে দেন বাংলাদেশ অধিনায়ক শান্তকে (১৫)।  

এরপর মুমিনুল হক ব্যাটিংয়ে নেমে ১ বল খেললে লাইট মিটার দেখে আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ ঘোষণা করে দুই মাঠ আম্পায়ার। আজ আবার খেলা শুরু হবে মুমিনুলের সঙ্গে ১৬ রান নিয়ে খেলা শুরু করবেন জাকির।

news24bd.tv/SHS