ইটালিতে  বাংলাদেশির সংখ্যা দেড় লাখের ওপরে

ইটালিতে বাংলাদেশির সংখ্যা দেড় লাখের ওপরে

অনলাইন ডেস্ক

ইউরোপের বাইরের দেশগুলো থেকে আসা অভিবাসীদের সংখ্যা বিবেচনায় বাংলাদেশিরা এখন ইটালিতে অষ্টম সর্বোচ্চ।

ইউরোস্ট্যাটের পরিসংখ্যান দিয়ে বলা হয়েছে, দ্বিতীয় সর্বোচ্চ বাংলাদেশিরা থাকেন ফ্রান্সে এবং তৃতীয় প্রধান দেশ স্পেন৷

তবে ইউরোপ মহাদেশে সবচেয়ে বেশি বাংলাদেশি বাস করেন যুক্তরাজ্যে৷ ব্রেক্সিটের পর দেশটি আর ইইউ’র অংশ না হওয়ায় ইটালিতে এখন ইউরোপীয় ইউনিয়নের প্রধান বাংলাদেশি কমিউনিটির বসবাস৷

২০০২ সালে ইটালিতে বাংলাদেশিদের সংখ্যা ছিল ২২ হাজার৷ অর্থাৎ ২০ বছরে এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় সাত গুণ৷ ইটালিতে বসবাসরত বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়ে নিজ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে৷
ইটালি থেকে যেসব দেশে অভিবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে থাকেন সেগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়৷ ইটালি থেকে পাঠানো মোট রেমিট্যান্সের ১৫ শতাংশ যায় বাংলাদেশে৷

বাংলাদেশিদের মধ্যে ৭১.৭ শতাংশ অভিবাসী একক পুরুষ হিসেবে ইটালিতে বসবাস করেন৷ আর নারীদের সংখ্যা ২৮.৩ শতাংশ৷ লিঙ্গ অসমতার দিক দিয়ে ইটালির ইইউ এর বাইরের দেশগুলোর মধ্যে পাকিস্তান ও সেনেগালের পর বাংলাদেশের অবস্থান৷
মূলত বাংলাদেশ থেকে অভিবাসনের শুরুতে পরিবারগুলো মূলত কর্মক্ষম তরুণ-তরুণীদের ওপর বিনিয়োগ করে থাকেন৷ ফলে মোট বাংলাদেশি অভিবাসীদের মধ্যে তরুণদের প্রধান্য বেশি৷ এছাড়া অভিবাসীরা নিয়মিত হওয়ার পর তাদের স্ত্রী ও সন্তানদের নিয়ে আসার সুযোগ পান৷ সেটাও এই বৈষম্য তৈরির অন্যতম একটি কারণ৷

ইটালিতে বাংলাদেশি পুরুষদের মধ্যে ৫৭.৩ শতাংশের বয়স ৩৫ বছর বা তার নিচে৷ ইউরোপের বাইরের দেশগুলো থেকে আসা অভিবাসীদের তুলনায় বাংলাদেশি তরুণ অভিবাসীদের সংখ্যা সবচেয়ে বেশি৷

অপরদিকে বাংলাদেশি নারীদের মধ্যেও তরুণীদের সংখ্যা বেশি৷ মোট নারীদের মধ্যে ৩৫.৭ শতাংশ অপ্রাপ্তবয়স্ক৷ ইউরোপের বাইরের দেশগুলো থেকে আসা মোট নারী অভিবাসীদের মধ্যে এই গড় ২০.৩ শতাংশ৷

news24bd.tv/ডিডি

এই রকম আরও টপিক