বৈবাহিক ধর্ষণের দৃশ্য নিয়ে যা বললেন 'অ্যানিমেলের'সেই অভিনেত্রী

সংগৃহীত ছবি

বৈবাহিক ধর্ষণের দৃশ্য নিয়ে যা বললেন 'অ্যানিমেলের'সেই অভিনেত্রী

অনলাইন ডেস্ক

রণবীর কাপুর অভিনীত 'অ্যানিমেল' সিনেমাটি বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দেশের ৪৮টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। তবে ভারতসহ বিশ্বের অন্যান্য প্রেক্ষাগৃহে গত ১ ডিসেম্বর মুক্তি পায় 'অ্যানিমেল'। রণবীর কাপুর অভিনীত বলিউড বক্স অফিস কাঁপানো 'অ্যানিমেল' সিনেমাটি মুক্তির আগে থেকেই চর্চায় ছিল।

আর মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি।

'অ্যানিমেল' সিনেমায় ববি দেওল ও মানসী তক্ষক'র মধ্যে বৈবাহিক ধর্ষণের একটি দৃশ্য আছে। যে দৃশ্যটি নিয়ে ছবিটি মুক্তির পর থেকেই চলছে প্রবল বিতর্ক। অবশেষে ভারতের এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন মানসী।

বিয়ের পর স্ত্রীকে ধর্ষণের ওই দৃশ্য নিয়ে মানসী বলেন, ‘অবশ্যই দৃশ্যটি ধাক্কা দেওয়ার মতো। কেউই ধারণা করতে পারেননি বিয়ের অনুষ্ঠান এভাবে শেষ হবে। বিয়ের দৃশ্যটি যখন শুরু হয়, তখন লাইন, সাজসজ্জা মিলিয়ে দারুণ ছিল। সেখানে যে মিউজিক ছিল, সেটা তো ভাইরাল হয়েছে। কিন্তু দৃশ্যটি যেভাবে শেষ হয়, সেটা চমকে দেওয়ার মতো। ’

মানসী বলেন, ‘দৃশ্যটি করা হয়েছে দর্শককে এটা বলতে-  'অ্যানিমেল' আসছে।  

যদি রণবীর কাপুর অভিনীত চরিত্রটি এতটা সহিংস হতে পারে, তাহলে আপনাকে বুঝতে হবে, খলনায়ক আরও খারাপ হবে। দৃশ্যটি মূলত ববি দেওল অভিনীত চরিত্রটিকে প্রতিষ্ঠিত করতে সিনেমায় রাখা হয়েছে। ’

মানসী জানান, এই সিনেমা করতে গিয়ে ববি দেওলের কাছ থেকে অনেক কিছু শিখেছেন তিনি।

'অ্যানিমেল' সিনেমাটিতে রণবীর এবং অনিল কাপুর পিতা-পুত্রের চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাশমিকা মান্দানা ও খল চরিত্রে ববি দেওল। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, কন্নড় ও মালায়লম ভাষায় মুক্তি পেয়েছে 'অ্যানিমেল'।

news24bd.tv/TR