ভোটার ভীত হয় এমন সভা-সমাবেশের অনুমতি না দেয়ার সিদ্ধান্ত

সংগৃহীত ছবি

ভোটার ভীত হয় এমন সভা-সমাবেশের অনুমতি না দেয়ার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে এবং ভোটাররা ভীত হতে পারে এমন কোনো সভা সমাবেশের অনুমতি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচনে অংশ নেয়া ও অংশ না নেয়া নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে এমন সভা সমাবেশের অনুমতি না দেয়ার বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেবে ইসি।

কমিশন ও ইসি সচিবালয়ের কয়েকটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, এক্ষেত্রে নির্বাচনে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচনী আচরণবিধি প্রযোজ্য হবে আর অংশ না নেয়া রাজনৈতিক দলগুলোর জন্য অন্যান্য আইনে ব্যবস্থা নেয়ার কথা বলা হবে।

news24bd.tv/FA