নির্বাচনের ২-১০ দিন আগে সেনা মোতায়েন: ইসি সচিব

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। ফাইল ছবি

নির্বাচনের ২-১০ দিন আগে সেনা মোতায়েন: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই থেকে ১০ দিন আগে নির্বাচনী এলাকায় সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

বৃহস্পতিবার সকালে ইসি সচিবালয়ের অডিটরিয়ামে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া ব্রিফিংয়ে তিনি একথা জানান।  

দ্বিতীয় দফা বৃহস্পতিবারের এই ব্রিফিংয়ে অংশ নেন চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের সহকারী রিটানিং কর্মকর্তারা। এতে সভাপতির বক্তব্যে ইসি সচিব বলেন, নির্বাচনী পোস্টার ব্যানার সরিয়ে ফেলাসহ মাঠের পরিবেশের দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের।

 

ইসি সচিব বলেন, একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। এ জন্য নির্বাচনের আগে বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হবে। কোনো বিশৃঙ্খলা যাতে না হয়, সে জন্য তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

এ ছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ  নির্বাচন সুষ্ঠু না হলে, বিশ্ববাসীর কাছে মাথা তুলে তাকাতে পারবো না। সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে মাহবুব তালুকদার বলেন, নির্বাচনে দায়িত্ব পালনে গাফিলতি বরদাস্ত করা হবে না। নিরপেক্ষতা ভঙ্গ করলে কঠোর শাস্তি হবে।

সম্পর্কিত খবর