মানবাধিকার দিবসে শিল্পকলায় ‘মায়ের কান্না’র আলোচনা সভা

সংগৃহীত ছবি

মানবাধিকার দিবসে শিল্পকলায় ‘মায়ের কান্না’র আলোচনা সভা

অনলাইন ডেস্ক

বিশ্ব মানবাধিকার দিবস আজ। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশও দিবসটি পালিত হচ্ছে। তবে, রাজনৈতিক পেক্ষাপটে দিবসটি বিশেষ গুরুত্ব পেয়েছে ভুক্তভোগীদের কাছে।

দিবসটি উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমিতে মায়ের কান্না সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে অংশগ্রহণ করেন বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাসে আহত ও নিহত পরিবারের সদস্যরা।

এসময় তারা তুলে ধরেন গ্রেনেড হামলার লোম হর্ষক চিত্র। এছাড়া রাজধানীহ দেশের বিভিন্ন স্থানে অবরোধের নামে বিএনপি জামাত যে আগুন সন্ত্রাস করেছে, তাতে আহত ও নিহতদের পরিবার তাদের স্মৃতি তুলে ধরেন। দ্রুত এসব কার্যকলাপের বিচার করার দাবী জানান ভুক্তভোগীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির শীর্ষ নেতারা।

news24bd.tv/DHL