বিএনপি-জামায়াতের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে নানা আয়োজন

সংগৃহীত ছবি

বিএনপি-জামায়াতের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে নানা আয়োজন

নিজস্ব প্রতিবেদক

দিনব্যাপী নানান আয়োজনে মানবাধিকার দিবস পালন করেছে সম্প্রীতি বাংলাদেশ, মায়ের কান্না, প্রগতিশীল কলামিস্ট ফোরামসহ বিভিন্ন সংগঠন।

এসময় বিএনপি-জামায়াত মানবাধিকার লঙ্ঘন করছে, আগুন সন্ত্রাস এবং হত্যার রাজনীতি চালিয়ে দেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন বক্তারা। রোববার বিকেলে বিএনপি জামায়াতের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে জাতিসংঘ মহাসচিব বরাবর স্মারকলিপি দিতে মুক্তিযুদ্ধ মঞ্চের পদযাত্রা পণ্ড হয়েছে পুলিশের বাধায়।

বিশ্ব মানবাধিকার দিবসে বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাসে আহত ও নিহত পরিবারের সদস্যরা অংশ নেন 'মায়ের কান্না'র আলোচনা সভায়।

হারানো স্বজনদের আর্তনাদে ভারী হয় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ।

ভুক্তভোগী পরিবারকে সমবেদনা জানাতে উপস্থিত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির শীর্ষ নেতারা। এসময় ঘাতকদের বিচার দাবি করেন ভুক্তভোগী স্বজনরা।

এদিন সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে 'সম্প্রীতি বাংলাদেশ'-এর আলোচনা সভায় যোগ দেন অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।

তিনি বলেন, বিএনপি-জামায়াত মানবাধিকার লঙ্ঘন করছে, আগুন সন্ত্রাস এবং হত্যার রাজনীতি চালিয়ে দেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছে।

জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা করে প্রগতিশীল কলামিস্ট ফোরাম। অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্তসহ অন্যান্য অতিথিরা।

একইদিন বিকেলে গুলশানে বিএনপি-জামায়াতের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মানববন্ধন শেষে জাতিসংঘ মহাসচিব বরাবর স্মারকলিপি দিতে পদযাত্রা করে মুক্তিযুদ্ধ মঞ্চ। বারিধারায় পুলিশের বাধায় শেষ হয় পদযাত্রা।

news24bd.tv/FA