দোহায় করোনা টিকা ব্যবস্থাপনায় বাংলাদেশের অর্জন তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত ছবি

দোহায় করোনা টিকা ব্যবস্থাপনায় বাংলাদেশের অর্জন তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

কাতারে ‘দোহা ফোরাম ২০২৩’-তে কোভিড-১৯ মহামারি চলাকালীন এবং এর আগে উভয় ক্ষেত্রেই টিকাদান প্রচেষ্টায় বাংলাদেশের অর্জন তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রোববার (১১ ডিসেম্বর) তিনি বিষয়টি তুলে ধরেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি নেতৃস্থানীয় প্যানেল স্পিকার হিসেবে ‘নিয়ারশোরিং অ্যান্ড ফ্রেন্ড-শোরিং- চেঞ্জিং প্রায়োরিটিস ইন গ্লোবাল ট্রেড’ শীর্ষক একটি উচ্চ স্তরের প্যানেল অধিবেশনে বক্তব্য রাখেন।

পররাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যের ক্রমবর্ধমান প্রবণতা, বাণিজ্য ব্যবস্থার প্রভাব এবং সাপ্লাই চেইন রুট পুনর্নির্ধারণের পাশাপাশি লাভের দিকও আলোচনা করেন।

এর আগে তিনি ফোরামের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি এটি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য সিনিয়র মন্ত্রী, পাশাপাশি বিভিন্ন দেশের নীতিনির্ধারক, বেসরকারি খাত ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

ড. মোমেন রোববার দোহা ফোরামে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাশিম-আল সানির আমন্ত্রণে ৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

এটি দোহা ফোরামের ২১ তম সংস্করণ যার থিম: ‘বিল্ডিং শেয়ারড ফিউচার’।

ফোরামটি প্রতি বছর বিশ্বব্যাপী বিভিন্ন সমস্যা সমাধানে সংলাপ ও কূটনীতি উৎসাহিত করতে বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনার লক্ষ্যে বিশ্বব্যাপী নীতি নির্ধারক, সরকারী নেতা, বেসরকারি খাতের প্রতিনিধি, সুশীল সমাজ ও বেসরকারি সংস্থাকে একত্রিত করে।

ড. মোমেন অনুষ্ঠানে উপস্থিত পররাষ্ট্রমন্ত্রীদের সম্মানে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া মধ্যাহ্ন ভোজেও উপস্থিত ছিলেন।

এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী নারায়ণ প্রকাশ সৌদও ফোরামের সাইডলাইনে ড. মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে উভয় পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

সূত্র: বাসস

news24bd.tv/আইএএম