আন্তর্জাতিক পর্বত দিবস আজ

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক পর্বত দিবস আজ

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক পর্বত দিবস আজ। পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও টেকসই ভবিষ্যৎ সামনে রেখে জাতিসংঘ ২০০৩ সালে ১১ ডিসেম্বরকে আন্তর্জাতিক পর্বত দিবস হিসাবে ঘোষণা করে। সেই থেকে প্রতিবছর বিভিন্ন দেশে দিবসটি পালিত হয়ে আসছে। এ উপলক্ষে ঢাকাসহ দেশের পার্বত্যাঞ্চলে রয়েছে বিশেষ কর্মসূচি।

আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেছেন, বিশালতা আর দৃঢ়তার প্রতীক পর্বত পরিবেশের ভারসাম্য বজায় রাখার অন্যতম উপাদান। প্রতিবারের মতো এবারও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক পর্বত দিবস পালনের উদ্যোগকে স্বাগত জানাই।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর