গাজায় যুদ্ধ বন্ধে বিশেষ অধিবেশনে বসছে জাতিসংঘের সাধারণ পরিষদ

সংগৃহীত ছবি

গাজায় যুদ্ধ বন্ধে বিশেষ অধিবেশনে বসছে জাতিসংঘের সাধারণ পরিষদ

অনলাইন ডেস্ক

গাজায় চলমান ইসরায়েল-হামাস যুদ্ধ বন্ধে মিসর ও মৌরিতানিয়ার অনুরোধে বিশেষ অধিবেশনে বসতে যাচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদ। নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে মঙ্গলবার বিকেল তিনটায় এ অধিবেশন বসবে। মিসর ও মৌরিতানিয়া কর্তৃক প্রস্তাবনা নং ৩৭৭ প্রয়োগের ফলে সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ডেনিস ফ্রান্সিস অধিবেশনটির ডাক দেন।

সাধারণ পরিষদকে দেয়া চিঠিতে মিসর ও মৌরিতানিয়া জানায়, নিরাপত্তা পরিষদের একটি স্থায়ী সদস্য রাষ্ট্র কর্তৃক ভেটো প্রদানের ফলে গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা অস্তমিত হয়ে যাওয়ায় সাধারণ পরিষদের এই অধিবেশন প্রয়োজনীয় হয়ে পড়েছে।

চিঠিতে গত ৬ই ডিসেম্বর সংস্থাটির মহাসচিব কর্তৃক আর্টিকেল ৯৯ প্রয়োগ করার ব্যাপারটিকেও উল্লেখ করা হয়।

১৯৫০ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ প্রস্তাবনা ৩৭৭ গ্রহণ করে। নিরাপত্তা পরিষদ যখন কিছু করতে পারে না তখন সাধারণ পরিষদের সদস্য রাষ্ট্রগুলোকে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দেয়ার লক্ষ্যে প্রস্তাবনাটি গৃহীত হয়। এই প্রস্তাবনার মূল লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা।

news24bd.tv/ab