খুলনায় নবান্ন উৎসব উদযাপিত

নবান্ন উৎসবে খুলনাবাসি

খুলনায় নবান্ন উৎসব উদযাপিত

নিজস্ব প্রতিবেদক, খুলনা

বর্ণাঢ্য শোভাযাত্রা, পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে খুলনায় দিনব্যাপী নবান্ন উৎসব উদযাপিত হয়েছে।  বৃহস্পতিবার সকালে আবহমান বাংলার ঐতিহ্য তুলে ধরে সাজানো র‌্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহীদ হাদিস পার্কে এসে শেষ হয়।  

এখানে দিনব্যাপী মেলায় পিঠা উৎসব ও বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর মনোমুগ্ধকর পরিবেশনায় মেতে উঠেছে খুলনাবাসি। মেলায় কৃষি বিভাগ থেকে কৃষকের ব্যবহৃত নানা প্রকার গ্রামীণ কৃষি সরঞ্জামাদি প্রদর্শন করা হয়।

শহুরে নতুন প্রজন্মের সাথে পরিচয় ঘটে গ্রামীণ ঐতিহ্যের।

নবান্ন উৎসব উপলক্ষে জেলা শিশু একাডেমীতে আয়োজিত ‘নবান্ন ও গ্রামীণ বাংলা’ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসন এ সকল অনুষ্ঠানের আয়োজন করে।


NEWS24▐ কামরুল


 

সম্পর্কিত খবর