শ্রীলঙ্কায় এখন কোনও প্রধানমন্ত্রী নেই

ছবি সংগৃহীত

শ্রীলঙ্কায় এখন কোনও প্রধানমন্ত্রী নেই

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

শ্রীলঙ্কায় বুধবারের অনাস্থা ভোটের পর এখন কোনও প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভা নেই বলে জানিয়েছেন দেশটির সংসদের স্পিকার কারু জয়সুরিয়া। গত এক সপ্তাহ ধরে চলমান টালমাটাল রাজনৈতিক অবস্থার পর বৃহস্পতিবার তিনি একথা জানান বলে জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম রয়টার্স।

গতকাল বুধবার সম্প্রতি নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে এবং তার সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট পাস করে লঙ্কান সংসদ। মৌখিক ভোটের মাধ্যমে এতে সমর্থন দেয় ২২৫ সংসদ সদস্যের ১২২ জন।

কিন্তু স্পিকার কারু জয়সুরিয়াকে লেখা এক চিঠিতে প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা জানান, তিনি এই অনাস্থা ভোট মেনে নিতে পারবেন না। কারণ এতে দেশটির সংবিধান, সংসদীয় প্রক্রিয়া এবং প্রথা অবহেলিত হয়েছে।

বৃহস্পতিবার রাজাপাকসে সংসদকে বলেন, আমরা আশা করি স্পিকার স্বাধীনভাবে কাজ করবেন। তিনি তার দল বা অন্য কারও উদ্দেশ্য বাস্তবায়ন করবেন না।

আমরা চাই একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হোক।

উল্লেখ্য, শ্রীলঙ্কার সরকার ব্যবস্থায় প্রেসিডেন্টই সবচেয়ে বেশি ক্ষমতাধর। এখানে প্রধানমন্ত্রী পার্লামেন্টের নেতৃত্বে থাকলেও নির্বাহী ক্ষমতা থাকে প্রেসিডেন্টের হাতে। মন্ত্রিসভাও তার অধীনেই পরিচালিত হয়।

 

NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর