লেবানন-ইসরায়েল সীমান্তে ক্রসফায়ার চলছে

সংগৃহীত ছবি

লেবানন-ইসরায়েল সীমান্তে ক্রসফায়ার চলছে

অনলাইন ডেস্ক

সোমবার (১১ ডিসেম্বর) সকালে লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত মালত-তারশিহা শহরে আটটি রকেত ছোঁড়া হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এক ফুটেজে দেখা যায়, দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে ছোঁড়া রকেটগুলোকে ইসরায়েলের আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম আটকে দিচ্ছে। বেশিরভাগ রকেট উন্মুক্ত জায়গায় পতিত হওয়ায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আল জাজিরার একজন প্রতিবেদক জানান, ইসরায়েল দক্ষিণ লেবাননের নাকুরা, জিবকিন, ইয়ারিন, মারওয়াহিন এবং জেবাইন শহরকে লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে।

গত ৭ই অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী এবং লেবাননের হিজবুল্লাহর মধ্যে লাগাতার আক্রমণ চলছে।

news24bd.tv/ab