জাপানকে উড়িয়ে শীর্ষে বাংলাদেশ

সংগৃহীত ছবি

জাপানকে উড়িয়ে শীর্ষে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে জাপানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের যুবারা। দুবাইয়ের আইসিসি একাডেমির দুই নম্বর মাঠে গ্রুপ পর্বের ম্যাচে জাপানকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এ জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে 'বি' গ্রুপের শীর্ষে উঠে এসেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

দুবাইতে আজ গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে টসে জিতে জাপানকে আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।

৪৭ ওভার ব্যাটিং করলেও শতরানের গণ্ডি পেরোতে পারেনি জাপান। ৯৯ রানেই হারায় সবকটি উইকেট। সর্বোচ্চ ১৮ রান করেন ওপেনার নিহার পারমার। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মাহফুজুর রহমান রাব্বি এবং আরিফুল ইসলাম।

রান তাড়ায় নেমে বাংলাদেশ ১১.২ ওভারেই পৌঁছে যায় লক্ষ্যে। জিশান আলম ২৯ রান করে ফিরলেও আশিকুর রহমানের ৪৫ বলে ৫৫ এবং মোহাম্মদ রিজওয়ানের অপরাজিত ১০ রানে ২৩২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় যুবারা।

এশিয়া কাপের বাংলাদেশের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। আগামী ১৩ ডিসেম্বর দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

news24bd.tv/SHS