কুষ্টিয়ায় ২ লাখ ৩৭ হাজার ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

কুষ্টিয়ায় ২ লাখ ৩৭ হাজার ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলায় এবার ২ লাখ ৩৬ হাজার ৮৫৫ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর জন্য ১ হাজার ৫৬৬টি কেন্দ্র ঠিক করা হয়েছে। আর ৩ হাজার ১৩২ জন কর্মী কাজ করবে। বিশাল এ কর্মযজ্ঞ পরিচালনা করবে কুষ্টিয়া সিভিল সার্জন অফিস।

এ উপলক্ষ্যে চালানো ক্যাম্পেইনের অংশ হিসেবে সাংবাদিক ওরিয়েন্টশন কর্মশালায়  কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, ১২ ডিসেম্বর সকাল থেকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১মাস বয়সী শিশুকে নীল ক্যাপসুল এবং ১২মাস থেকে ৫বছর বয়সী শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।

সিভিল সার্জন অফিসের এর কনফারেন্স রুমে সোমবার দুপুর দেড়টায় সাংবাদিক ওরিয়েন্টশন কর্মশালায় কুষ্টিয়া সিভিল সার্জন আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সিনিয়র তথ্য অফিসার আমিনুল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাব সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, বিএফইউজের সহসভাপতি আফরোজা আক্তার ডিউসহ অনেকেই।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক