শৈলকূপায় নির্বাচনী বিধিমালা লঙ্ঘন, দেশীয় অস্ত্র নিয়ে মিছিল

শৈলকূপায় নির্বাচনী বিধিমালা লঙ্ঘন, দেশীয় অস্ত্র নিয়ে মিছিল

আটক ১

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকূপায় নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে মিছিল করার অপরাধে সাবুল ইসলাম সাবু নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ সোমবার(১১ ডিসেম্বর) বিকেলে উপজেলার ভাটই বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সাবু ভাটই গ্রামের মৃত শরিফুল ইসলামের ছেলে।

জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত রোববার বিকেলে শৈলকূপার ভাটই বাজারে একদল যুবক নৌকা প্রার্থীর পক্ষে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে মিছিল করে।

মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আসে।

এ তথ্য নিশ্চিত করে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ঠাকুর দাস মন্ডল জানান, নির্বাচন কমিশনের ঘোষিত বিধিমালা বাস্তবায়নে আমরা জিরো টলারেন্সে নীতি অবলম্বন করছি। আটক সাবুলের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক