খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো : ডা. শাহাবুদ্দিন

সংগৃহীত ছবি

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো : ডা. শাহাবুদ্দিন

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য অধ্যাপক ডা. মো. শাহাবুদ্দিন তালুকদার।

সোমবার (১১ ডিসেম্বর) নিউজ২৪ টেলিভিশনকে তিনি জানান, গত ১৬ তারিখে বেগম জিয়ার ফুসফুস থেকে পানি বের করা হয়েছিল। আবার পানি আসায় তাকে আবার সিসিইউতে নেওয়া হয়েছে।

ডা. শাহাবুদ্দিন বলেন, মূলত পানি বের করার জন্যই সিসিইউতে নেওয়া হয়।

একটু আগেই বেগম জিয়ার ফুসফুস থেকে পানি বের করা হয়েছে।  সবশেষ প্রায় দুইঘণ্টা পর খালেদা জিয়াকে সিসিইউ থেকে আবারও কেবিনে আনা হয়েছে বলে জানান তিনি।

গত ৯ আগস্ট থেকে চার মাসের বেশি সময় ধরে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তিনি লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট, চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক