১০ হাজার আনসার সদস্য মোতায়েনের নির্দেশ

সংগৃহীত ছবি

১০ হাজার আনসার সদস্য মোতায়েনের নির্দেশ

অনলাইন ডেস্ক

রাজধানীসহ সারাদেশে ১০ হাজার আনসার সদস্য মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে। রেল, সড়ক ও নৌপথে পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করবেন তারা। সোমবার (১১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (রাজনৈতিক শাখা-২) জ্যেষ্ঠ সহকারী সচিব মো. জহিরুল হক সই করা এক স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (প্রকল্প প্রশিক্ষণ) এবং গণসংযোগ কর্মকর্তা (অতি. দায়িত্ব) মো. জাহিদুল ইসলাম।

তিনি জানান, মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল থেকে বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রেল ও বাসস্টেশন, লঞ্চঘাট, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে সহায়তার জন্য সারাদেশে ১০ হাজার সাধারণ আনসার ও ভিডিপির সদস্য মোতায়েনের ব্যবস্থা গ্রহণের জন্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটরা বিষয়টি সার্বিক সমন্বয় করবেন।

এদিকে ১২ ডিসেম্বর থেকে আবারও টানা ৩৬ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

news24bd.tv/aa