নির্বাচন সুষ্ঠু করতে সর্বাত্মক চেষ্টা করবো : সেনাবাহিনীর পিএসও

সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) ওয়াকার উজ জামান- ফাইল ছবি।

নির্বাচন সুষ্ঠু করতে সর্বাত্মক চেষ্টা করবো : সেনাবাহিনীর পিএসও

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন সুষ্ঠু করতে সেনাবাহিনী প্রয়োজন অনুযায়ী সর্বাত্মক চেষ্টা করবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) ওয়াকার উজ জামান।

সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে সেনাবাহিনীর প্রিন্সিপাল অফিসারদের সাথে নির্বাচন কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এসব বলেন ওয়াকার উজ জামান।

সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারদের পক্ষে ওয়াকার উজ জামান ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এই বৈঠকের নেতৃত্ব দেন। বৈঠকে সেনা কর্মকর্তাদের পাশাপাশি কয়েকজন ইসি কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব।

বৈঠকের বিষয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন চায় তারা। সেনাবাহিনী কমিশনকে আশ্বস্ত করেছে, রাষ্ট্রপতির অনুমতিক্রমে নির্বাচন সুষ্ঠু করতে সব ধরণের সহযোগিতা থাকবে।

news24bd.tv/FA