যেদিন থেকে মৃদু শৈত্যপ্রবাহের তথ্য দিলো আবহাওয়া অফিস

সংগৃহীত ছবি

যেদিন থেকে মৃদু শৈত্যপ্রবাহের তথ্য দিলো আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক

পৌষ মাস আসতে এখনও কয়েক দিন বাকি। এর মধ্যেই দেশের কয়েকটি জেলায় জেঁকে বসেছে শীত। সোমবার (১১ ডিসেম্বর) নওগাঁর বদলগাছীতে দিনের তাপমাত্রা কমে ১১ দশমিক ৪ ডিগ্রিতে নেমে আসে। চুয়াডাঙ্গায় ১২.২, রাজশাহীতে ১২.৩, পাবনার ঈশ্বরদীতে তাপমাত্রা নামে ১২.৫ ডিগ্রিতে।

তবে বুধবার (১৩ ডিসেম্বর) থেকে দেশের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, বুধবার দেশের বেশ কয়েকটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। বিশেষ করে নওগাঁ, চুয়াডাঙ্গা, যশোর, দিনাজপুর, পঞ্চগড়ের তেঁতুলিয়া, নেত্রকোণা ও অন্যান্য জেলায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

সোমবার সকালে রাজধানীতে সূর্যের উঁকিঝুঁকি দেখা গেলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণ বেড়েছে।

বিকাল প্রায় ৩টা নাগাদ রাজধানীতে কুয়াশার পরিমাণ বেড়ে যায়।

আবহাওয়া অধিদপ্তর সন্ধ্যায় আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।  

news24bd.tv/aa