ভারত থেকে আমদানি করা ৯০ টন পেঁয়াজ খালাস

ফাইল ছবি

ভারত থেকে আমদানি করা ৯০ টন পেঁয়াজ খালাস

অনলাইন ডেস্ক

বেনাপোল বন্দরে ভারত থেকে আমদানি করা ৯০ টন পেঁয়াজের চালান খালাস করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার বিকালে কাস্টমস থেকে পেঁয়াজের চালানটি খালাস করা হয়।

এর আগে, গতকাল রোববার বাংলাদেশের বেনাপোল বন্দরে প্রবেশ করে পিঁয়াজের চালানটি।

টিসিবির পক্ষে সিএন্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান কনফিডেন্স ট্রেডার্স বেনাপোল বন্দর থেকে ৯০ টনের পেঁয়াজের চালানটি খালাশের জন্য কাগজপত্র দাখিল করে।

পেঁয়াজের চালান কাস্টমস থেকে খালাস নিতে টিসিবি কর্তৃপক্ষকে ৮ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা শুল্ককরাদি পরিশোধ করতে হয়েছে।

বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার ওথেলো চৌধুরী জানান, আমদানি করা পেঁয়াজের চালানটি যথাযথভাবে পরীক্ষণ এবং শুল্কায়ন প্রক্রিয়া সম্পন্ন করে বন্দর থেকে খালাসের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে, বন্দরে পেঁয়াজ আমদানির খবরে গতকাল বাজারে বিক্রি হওয়া ২০০ টাকার পেঁয়াজ আজ দুপুরের দিকে ১৪০ টাকা দরে বিক্রি করছে বেনাপোলসহ আশপাশের বাজারের ব্যবসায়ীরা।

news24bd.tv/কেআই

এই রকম আরও টপিক